স্বাস্থ্যকর কিছু খাবার বা ডায়েটের খাবারের রেসিপি

 

স্বাস্থ্যকর খাবার শরীরের জন্য খুবই ভালো। তার সাথে শরীরের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে এই খাবারগুলো। এই খাবারগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে। আজ আপনাদেরকে এমন কিছু 

স্বাস্থ্যকর-কিছু-খাবার-বা-ডায়েটের-খাবারের-রেসিপি

স্বাস্থ্যকর সালাদ বা ডায়েটের খাবার নিয়ে আলোচনা করব। সুসাস্থের অধিকারী আমরা সবাই হতে চাই। সবাই চায়  নিজেকে ফিট সুন্দর ও স্লিম রাখতে।নিজেকে সুন্দর করার অন্যতম মাধ্যম কিন্তু এই সালাদ।

পোস্ট সূচিপত্রঃ

গ্রিল চিকেন সালাদ 

গ্রিল চিকেন সালাদ কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেই।

উপকরণ প্রণালীঃ
  1. দুইটি মুরগির বুকের অংশ। 
  2. এক কাপ লেটুসপাতা। 
  3. ১/২ কাপ শশা কুচি। 
  4. ১/২ কাপ টমেটো কুচি। 
  5. ১/২ কাপ যেকোনো মিক্সফল কুচি। 
  6. ১ টেবিল চামচ অলিভ অয়েল। 
  7. পাতিলেবুর রস। 
  8. সাদা বা কালো যে কোন গোল মরিচ গুঁড়া। 
  9. সাধারণ লবণ অথবা বিট লবণ। 
এবার যেভাবে প্রস্তুত করতে হবেঃ

মুরগির বুকের অংশগুলোকে  একটি প্যানে ভেজে নিন। এরপর মুরগি ভাজা হয়ে গেলে মুরগির বুকের পিচ গুলো কাটা চামুচের সাহায্যে মাংস গুলোকে ঝুরা ঝুরা করে নিন অথবা মাংসগুলোকে ছোট পিচক করে কেটেও নিতে পারেন। তারপরে লেটুস পাতা, শসা, টমেটো, মিক্স ফল, ও মাংসগুলোকে একসাথে মিশিয়ে নিন। এই উপকরণ গুলোর মধ্যে এবার অলিভ অয়েল, পাতি লেবুর রস, সাদা অথবা কালো গোলমরিচের গুড়ো, এবং লবণ অ্যাড করুন। তাহলেই হয়ে গেল গ্রিল চিকেন সালাদ। 

গ্রিল চিকেন সালাদের স্বাস্থ্য উপকারিতাঃ

এই সালাদ প্রোটিন এবং ভিটামিনের ভরপুর। যা শরীরের শক্তি যোগাইতে অনেক সাহায্য করে থাকে। 

ওটস এর প্যানকেক 

ওটস এর প্যানকে আমরা অনেকেই দৈনন্দিন  খাবারের তালিকায় রেখে থাকি।চলুন এটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই।

উপকরণ প্রণালীঃ
  • এক কাপ ওটস (যেকোনো কোম্পানির ওটস নেওয়া যাবে)।
  • জাল করে নেওয়া ২ কাপ দুধ। 
  • ডিম একটি।   
  • ১ চামুচ বেকিং পাউডার  (অপশনাল)।
  • ১ চামুচ মধু। 
  • ১ চামুচ দারুচিনির গুড়া। 
  • ১ চামুচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট। 
  • ফল (যেকোনো ধরনের ফল)।
যেভাবে প্রস্তুত করবেনঃ

একটি বাটিতে ওটস,দুধ, ডিম, মধু এবং দারুচিনির গুড়া মিশিয়ে সব একসাথে করে নিবেন। তারপরে একটি প্যানে লো আচে অলিভ অয়েল বা বাটার দিয়ে বাটিতে গুলিয়ে রাখা ওটসের মিশ্রণ গুলি প্যানে দিয়ে দিন। প্যানকেকগুলি সোনালী বাদামি কালার হওয়া অব্দি ভেজে নিন। পরিশেষে যে কোন ফল দিয়ে পরিবেশন করুন। 

ওটস এর প্যানকেকের স্বাস্থ্য উপকারিতাঃ

ওটস এর প্যানকেক ফাইবার পুণ্য একটি খাবার। যা শরীরের হজম বৃদ্ধিতে সাহায্য করে এবং পেট ভরা রাখে দীর্ঘ সময় পর্যন্ত। যার কারণে ওজন নিয়ন্ত্রণ বা ওজন কমাতে বেশ সাহায্য করে থাকে। 


গ্রীন স্মুদি

গ্রীন স্মুদি সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। যারা স্মুদি খেতে পছন্দ করেন। তাদের খাবার তালিকায় বা ডায়েটে এটি রাখতে পারেন।

উপকরণ প্রণালীঃ
  1. এক কাপ পালং শাক। 
  2. একটি কিউই।
  3. এক অথবা দুই কাপ আঙ্গুর বা আপেল। 
  4. এক অথবা দুই কাপ আম। 
  5. এক অথবা দুই কাপ টক দই। 
  6. এক অথবা দুই কাপ পানি বা নারিকেলের পানি।
  7. মধু।
গ্রিন স্মুদি যেভাবে প্রস্তুত করতে হবেঃ

সমস্ত উপকরণ গুলো একসাথে ব্লেন্ডারের রেখে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপরে মিশ্রণ গুলি গ্লাসে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। 

গ্রীন স্মুদি এর স্বাস্থ্য উপকারিতাঃ

এর মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল এবং একটি ওয়েব এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফাইবার যা  শরীরের শক্তি যোগানোর সাথে  সাথে  অতিরিক্ত ক্ষুধাও নিবারণ করে থাকে। 


ভেজিটেবল স্তির ফ্রাই

ভেজিটেবলের কথা বললেই মনে হয় যায় যেন সবজি দিয়ে  বানানো কোন কিছু। যারা সবজি খেতে পছন্দ করেন না বা যারা করেন তারা এইভাবে একবার রান্না করে খেলে সবজি খেতে পছন্দ করবেনই।

উপকরণ প্রণালীঃ
  1. এ অথবা দুই কাপ গাজর কুচি। 
  2. এক অথবা দুই কাপ টমেটো কুচি। 
  3. এ অথবা দুই কাপ ব্রকলি কুচি। 
  4. এক অথবা দুই কাপ ক্যাপসিকাম কুচি। 
  5. এক অথবা দুই কাপ বরবটি লম্বা করে কেটে নেওয়া। 
  6. দুই টেবিল চামচ সয়া সস। 
  7. এক অথবা দুইটি মরিচ কুচি। 
  8. এক টেবিল চামচ অলিভ অয়েল। 
  9. লবণ স্বাদ অনুযায়ী। 
ভেজিটেবল স্তির প্রায় ফ্রাই যেভাবে প্রস্তুত করবেনঃ

প্রথমে সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে নিন। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করুন। তবে বেশি সেদ্ধ করা যাবে না। এরপর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে সেদ্ধ করা সবজিগুলো পানি ঝরিয়ে নিয়ে হালকা ভেজে নিন। তারপর ভেজিটেবল গুলোর মধ্যে সয়া সস পরিমাণ মতো লবণ তবে সয়া সসের পরিমাণ কম দিলে লবণের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু সয়াসসে লবণ থাকে।এরপর মরিচ দিয়ে হালকা আর একটু ভেজে পরিশেষে পরিবেশন করুন। 

স্বাস্থ্যকর-কিছু-খাবার-বা-ডায়েটের-খাবারের-রেসিপি

ভেজিটেবল স্টির ফ্রাই এর স্বাস্থ্য উপকারিতাঃ

আমরা প্রায় সকলেই জানি ভেজিটেবল একটি প্রোটিন সমৃদ্ধ শস্য যেটা সম্পূর্ণ শরীরের হজমের জন্য ভালো এবং রক্ত শর্করার স্তর নিয়ন্ত্রণে সহায়তা করে। 

লেন্টিল স্যুপ

স্যুপ তো আমরা অনেকেই খেয়ে থাকি তবে স্বাস্থ্যকর ভাবে খুব কমই খাওয়া হয়। এই লেন্টিল স্যুপটি একটি স্বাস্থ্যকর স্যুপ।যা ডাইটের খাবারে বেশ উপকারে আসে। 

উপকরণ প্রণালীঃ
  1. এক কাপ মসুর ডাল। 
  2. একটি পেঁয়াজ কুচি। 
  3. দুইটি রসুনের কোয়া কুচি।
  4. একটি গাজর ছোট ছোট টুকরো করে কাটা।
  5. একটি টমেটো ছোট টুকরো করে কাটা।
  6. হাফ চামচ হলুদ গুঁড়ো। 
  7. এক চামচ জিরা গুঁড়ো। 
  8. চার কাপ শসা কুচি। 
  9. এক টেবিল চামচ অলিভ অয়েল। 
  10. লবণ এবং মরিচ স্বাদ অনুযায়ী। 

যেভাবে প্রস্তুত করবেনঃ

একটি প্যানে অলিভ অয়েল দিন তার সাথে পিয়াজ ও রসুনকুচিগুলো দিন। এবং পিয়াজ এবং রসুন কুচি গুলো ভালোভাবে ভেজে নিন।তারপরে গাজর, টমেটো, হলুদ, জিরা এবং মসুরের ডাল গুলি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। সিধু হয়ে গেলে এর ভিতরে শসা লবণ মরিচ দিয়ে পরিবেশন করে খেয়ে নিন। 


স্বাস্থ্য উপকারিতাঃ

আমরা জানি যে কোন ধরনের ডালই প্রোটিন এবং ফাইবারে ভরপুর। যা হজমে সাহায্য করে এবং শরীর ভালো রাখে তার সাথে স্কিনকে সুন্দর করে। 


চিয়া সিডের পুডিং 

চিয়া সিডের পুডিং ডাইটের একটি অন্যতম খাবার। যারা পুডিং খেতে খুব বেশি পছন্দ করেন এবং ডায়েটে আছেন তাদের জন্য এই খাবারটি বেশ উপকারী। 

উপকরণ প্রণালীঃ
  1. তিন টেবিল চামচ চিয়া সিড। 
  2. এক কাপ গরুর দুধ। 
  3. এক টেবিল চামচ মধু। 
  4. এক টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট। 
  5. যেকোনো ধরনের ফল।

চিয়া সিডের পুডিং এর প্রস্তুত প্রণালীঃ

একটি বাটিতে চিয়া সিড গরুর দুধ মধু এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট ভালোভাবে মিশিয়ে নিন।এরপর কিছুক্ষণ ঢেকে সারারাত অথবা আপনারা চাইলে ফ্রিজের ভিতরে সারারাত রাখতে পারেন। তারপর এটির উপরে ফল যেকোনো ধরনের ফল দিয়ে পরিবেশন করে খেয়ে নিন। 

চিয়া সিডের পুডিং এর স্বাস্থ্য উপকারিতাঃ 

আমরা প্রায় অনেকেই জানি চিয়া সিড অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ একটি খাবার যা পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখতে সাহায্য করে। এবং হৃদপিন্ডের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি। 

চিকেন স্টু 

চিকেন স্টু খুবই জনপ্রিয় একটি খাবার। নরমাল কয়েকটি উপকরণ এবং সবজি ও মাংসের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক চিকেন স্টু কিভাবে তৈরি করতে হয়। 

উপকরণ প্রণালীঃ
  1. বিভিন্ন রকমের সবজি। 
  2. পেঁয়াজ কুচি। 
  3. রসুন কুচি। 
  4. আদা কুচি। 
  5. গোলমরিচের গুড়া। 
  6. মুরগির বুকের অংশ। 
  7. লবণ ও মরিচ। 

যেভাবে প্রস্তুত করবেনঃ

প্রথমে একটি প্যানে বিভিন্ন রকমের সবজি যেমন ক্যাপসিকাম,ফুলকপি, গাজর, টমেটো, বরবটি ইত্যাদি। সবজিগুলো প্যানে দিয়ে অলিভ অয়েল অথবা বাটার এক চামচের মতো দিয়ে সবজিগুলো মাঝারি আছে হালকা ফ্রাই করে নিতে হবে। অপরদিকে চিকেন একইভাবে গোলমরিচের গুড়া দিয়ে ভেজে নিতে হবে। এরপরে সবজি এবং চিকেন গুলো ভাজা হয়ে গেলে চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে একই প্যানে সামান্য একটু অলিভ অয়েল অথবা বাটার দিয়ে তাতে আদা কুচি রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে সাথে পেঁয়াজ কুচিও  লবণ দিতে হবে হালকা বাদামি কালার হয়ে এলে চিকেন এবং সবজি গুলো দিয়ে দিতে হবে এবং এরপরে পানিও দিয়ে দিতে হবে। চিকেন এবং সবজিগুলো সিদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন এবং গরম গরম খান।

ক্যাশোনাট সালাদ 

ডায়েটের বিভিন্ন রকম সালাদের মধ্যে  ক্যাশোনাট সালাদটি খুবই সুস্বাদু। যেহেতু এটি বিভিন্ন রকমের বাদামের সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। 

উপকরণ প্রণালীঃ
  1. বিভিন্ন রকমের বাদাম যেমনঃ চিনা বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, ইত্যাদি। 
  2. টক দই এক কাপ। 
  3. শসার টুকরো করে কাটা এক কাপ। 
  4. গাজর টুকরো করে কাটা এক কাপ। 
  5. গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। 
  6. লবণ স্বাদ অনুযায়ী। 
যেভাবে প্রস্তুত করবেনঃ

প্রথমে বাদাম গুলোকে একটু কেটে নেবেন চিনা বাদাম হলে ভেজে খোসা ছাড়িয়ে নেবেন। কাঠবাদাম কেটে নেবেন পেস্তা বাদামও কেটে নেবেন। এরপর বাদাম গুলো একটি বাটিতে নিয়ে এর মধ্যে টক দই শসার টুকরো গাজরের টুকরো এবং গোলমরিচের গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী দিয়ে সবগুলো একসাথে মিক্স করে পরিবেশন করুন এটি খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটি সালাদ।

প্রোটিন সালাদ

প্রোটিন সালাদ শরীরের শক্তি যোগাতে বেশ সাহায্য করে।এটির নাম যেমন প্রোটিন সালাদ তেমনি শরীরের প্রোটিনের যোগান দেয়। 

উপকরণ প্রণালীঃ
  1. শসা ছোট টুকরো করে কাটা। 
  2. গাজর ছোট টুকরো করে কাটা। 
  3. টমেটো ছোট টুকরো করে কাটা। 
  4. কাবলি ছোলা অথবা মটর ছোলা সিদ্ধ। 
  5. গোলমরিচের গুঁড়া 
  6. লবন ও মরিচ কুচি সাধ অনুযায়ী। 
যেভাবে প্রস্তুত করবেনঃ

প্রথমে বাটিতে শসা, গাজর, টমেটো কুচি নিয়ে এর মধ্যে কাবলি ছোলা অথবা মটরের ছোলা দিয়ে হালকা করে হাফ চা চামচ গোল মরিচ দিয়ে লবণ ও মরিচ কুচি সাধ অনুযায়ী দিয়ে পরিবেশন করুন। তবে 
চাইলে এই সালাদে পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারেন।
স্বাস্থ্যকর-কিছু-খাবার-বা-ডায়েটের-খাবারের-রেসিপি














লেখক এর মন্তব্যঃ স্বাস্থ্যকর কিছু খাবার বা ডায়েটের খাবারের রেসিপি 

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের শরীর ফিট এবং সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য অবশ্যই একটা প্রপার ডায়েটের পাশাপাশি ব্যায়াম করতে হবে। আমি উপরোক্ত ডায়েটের কিছু খাবারের রেসিপিগুলো সঠিকভাবে প্রদান করেছি তাই আমার এ পোস্ট পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই পোস্টটি সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দিয়া ক্র্যাফট হোম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url