ঘরে বসে মেয়েদের ইনকাম করার সহজ উপায়

 

বর্তমান ডিজিটাল বাংলাদেশ ও তথ্য প্রযুক্তির অনলাইনের যুগে বিভিন্ন উপায়ে ঘরে বসে সহজেই ইনকাম করা যায়।এখন প্রত্যেকটা ঘরে ঘরে স্মার্ট ফোন রয়েছে সাথে অনলাইন ও তো আছেই।
ঘরে বসে মেয়েদের ইনকাম করার সহজ উপায়

ঘরে বসে ইনকাম করার ক্ষেত্রে খুব বেশি পারদর্শী যে হতে হবে তা নয় তবে কিছু টেকনিক থাকতে হবে। আর এই টেকনিকে কাজে লাগাতে পারলেই  ইনকাম করার রাস্তা সহজ হয়ে যাবে। আজকে মেয়েদের ঘরে বসে ইনকাম করার সহজ দশটা উপায় নিয়ে আলোচনা করবো। 

পোস্ট সুচিপত্রঃ ঘরে বসে মেয়েদের ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জানুন

বিভিন্ন অনলাইন গেমস খেলে ইনকাম

অনলাইন প্রযুক্তির যুগ হয়ে এখন গেমস খেলেও যে ইনকাম করা যায় তা অবাস্তব কিছুই না। অনলাইনে বিভিন্ন গেম খেলেও টাকা ইনকাম করা যায়। অনলাইনের বিভিন্ন গেমস যেমনঃ লুডু, ক্যারাম, পাবজি, অনু, তাস, দাবা, ইত্যাদি আরও অনেক গেমস রয়েছে। এই গেমস গুলোর সাথে কমবেশি সবাই পরিচিত কিন্তু অনেকেই জানে না যে এই গেমস গুলো খেলেও টাকা ইনকাম করা যায়।

 এবং এই গেমস গুলো খেলে টাকা ইনকাম করার পর সেই টাকা বিকাশ, নগদ ইত্যাদি আর অন্যান্য মাধ্যমে তোলা যায়। এই গেম গুলো খেলা খুবই সহজ তাছারাও যারা পারেন না তারা ইউটিউব এ বিভিন্ন ভিডিও টিটোরিয়াল দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন। আর এই গেমস গুলো খেলার জন্য অবশ্যই বিভিন্ন গেমস এর বিভিন্ন আ্যপস ডউনলোড করতে হবে।

ঘরে বসে মেয়েদের ইনকাম করার সহজ উপায়

আর্টিকেল বা ব্লগ লেখে ইনকাম

অনেকেই হয়তো এই আর্টিকেল বা ব্লগ এর সাথে পরিচিত আবার অনেকেই অপরিচিত। এই আর্টিকেল বা ব্লগ হল  গুগল ওয়েবসাইটে লেখালেখি করা যেমন এই যে আপনি আমার এই পোস্ট তা দেখছেন অনেক বিষয় সম্পর্কে জানতে পারছেন এবং আমি যে বিষয় গুলো লেখালেখি করেছি এতাকেই বলে আর্টিকেল বা ব্লগ।

আর এই আর্টিকেল বা ব্লগ লিখেও ইনকাম করা সম্ভব তার জন্য অবশ্যই গুগল ওয়েবসাইটে একটা ডোমেইন নাম সহ একাউন্ট থাকতে হবে। এবং নিয়মিত আর্টিকেল বা ব্লগ পোস্ট করতে হবে।তাহলেই গুগল অ্যাডসেন্স পাওয়া যাবে এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার পর থেকেই ইনকাম শুরু হবে। তবে অবশ্যই গুগলের সব নিয়ম কানুন মেনে কাজ করতে হবে তাহলেই অ্যাডসেন্স দ্রুত পাওয়া সম্ভব।

বিউটি পার্লার এর কাজ করে ইনকাম

বর্তমানে কিন্তু প্রায় অনেক নারীরাই  বিউটি পার্লার এর কাজের সাথে জড়িত। অনলাইলে বিভিন্ন কোর্স করে বা অনেক সরকারি নারী উদ্যোক্তার প্রশিক্ষণ সেন্টার রয়েছে যেখানে ফ্রী ভাবে প্রশিক্ষণ প্রদান করে থাকে। গ্রাম কিংবা শহরের নারীরাও আর পিছিয়ে নেই।

 সবাই চায় নিজে স্বাবলম্বী হতে এবং নিজের একটা পরিচয় থাকতে। বিউটি পার্লার এর কাজ সব মেয়রাই পারবে যদি সঠিক ভাবে কাজ শিখে। এবং কাজ শিখে নিজেই একটা পার্লার দিয়ে মাসে অনেক টাকা আয় করতে পারবে। বিউটি পার্লার এর কাজ করতে অবশ্যই সব কাজ ভালভাবে শিখে নিজেকে দক্ষ ও পারদর্শী করতে হবে।

বিভিন্ন হাতের কাজ করে ইনকাম

গ্রাম শহর প্রায় সব জায়গায় দেখা যায় অনেক নারীরা বিভিন্ন জামা কাপর কাঁথা বিছানার চাদর ইত্যাদিতে অনেক সুন্দর ফুল এঁকে তা সেলাই করে আয় করে থাকেন। আর এই সুন্দর সুন্দর কাজ গুলো আবার ঘরে বসেই শিখা যায় একদম ফ্রী ভাবে। এই কাজগুলো একবার শিখলে ভবিষ্যতে অনেক টাকা আয় করা যায়।

 যার কারনে ঘরে বসেই ইউটিউব এ বিভিন্ন ভিডিও দেখে বা ফ্রী কোর্স করে সেলাই শেখা সম্ভব।তাছারাও বিভিন্ন ক্রাফটিং যেমনঃ কাগজ দিয়ে বিভিন্ন নকশা বিভিন্ন সব ইউনিক আইডিয়া করে কাজ করা যায়। এমনকি অনেক ডিজাইনে কাপর কেটেও বিভিন্ন ফল সবজির আকৃতি তৈরি করা যায়।এবং এগুলো বিক্রি করেও ঘরে বসে অনেক টাকা আয় করা যায়।

ফেসবুক মার্কেটিং করে ইনকাম

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে এসে অনেক কিছু সম্পর্কে সঠিক ও সম্যক জ্ঞান অর্জন  হচ্ছে। যার ফলে খুব সহজেই মানুষ ঘরে বসে টাকা আয় করছে। এর মধ্যে অন্যতম হোল ফেসবুক মার্কেটিং করে আয় করা চলুন জেনে নেই কিভাবে ফেসবুক মার্কেটিং করে আয় করা যায়। প্রথমে আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে।

 তার পর সেই পেজে প্রতিদিন আপনি যে বিষয় নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয় সম্পর্কিত ভিডিও রিলস পোস্ট করতে হবে তাহলে আস্তে আস্তে পেজ এর রিচ বাড়বে সাথে ফলোয়ার ও বারবে তাছারাও বুস্ত করেও ফলোয়ার কেনা যায় আর  এইভাবেই ফলোয়ার বাড়লে পেজ বড় হবে এবং আপনি যে বিষয় নিয়ে মার্কেটিং করবেন তা সবাই দেখবেন ও কিনে নিবেন আর এই ভাবেই ফেসবুক মার্কেটিং করে মাসে আয় করা যায়।

গ্রাফিক ডিজাইন করে ইনকাম

ফ্রীলান্সার দের সবচেয়ে জনপ্রিয় সাইট হলো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন করে অনেক টাকা মাসে আয় করা যায়। তবে গ্রাফিক ডিজাইন এর কাজ যখন পাবেন কেবলমাত্র তখনি টাকা আয় হবে। গ্রাফিক ডিজাইনে বিভিন্ন লোগো, ফেসবুক বেনার,টি শার্ট এর ডিজাইন ইত্যাদি আরো অন্যান্য ডিজাইন করা হয়ে থাকে। 

ইউটিউবে বিভিন্ন কোর্স করে তাছারাও ভাল কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এই কাজ সহজেই সিখতে পারবেন। গ্রাফিক ডিজাইন শিখতে কনো দক্ষতার প্রয়োজন হয় না। শুধুমাত্র ফোন কম্পিউটার বা ল্যাপটপ চালানো জানতে হবে। আর অবশ্যই গ্রাফিক ডিজাইন শিখার আগে ফাইভার বা আপওয়ারক এর মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে।

অনলাইনে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে ইনকাম

এখনকার সময়ে প্রায় দেখা যায় অনলাইনে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে ইনকাম করছেন। যেমন ফেসবুক পেজ খুলে লাইভ করে আমাদের দৈনন্দিন বিভিন্ন সামগ্রী যেমন কসমেটিকস,জামাকাপর।

তাছারাও আরও অন্যান্য ঘর সাজানোর সামগ্রী এমনকি টিভি,ফ্রিজসহ আরও অন্যান্য ইলেকট্রিক সামগ্রী বিক্রি করছে যা আমরা গ্রাহকরা ঘরে বসেই খুব সহজে কিনে নিতে পারছি। আপনি আপনার দক্ষতাকে আপনার স্কিলটা্কে কাজে লাগাতে পারলে আপনার ইনকাম করার রাস্তা খুব সহজ হয়ে যাবে।

ফেসবুক পেজে ব্লগিং করে ইনকাম

বর্তমান এই সময়ে সবচেয়ে জনপ্রিয় হল এই ব্লগিং। আর এই ব্লগিং করে এখন গ্রাম শহর প্রায় সব জায়গার মানুষরা প্রতি মাসে টাকা ইনকাম করছে। ফেসবুক পেজে ব্লগিং করার জন্য প্রথমেই একটা ফেসবুক আইডি লাগবে তারপর সেই আইডি থেকে পেজ খুলে ব্লগিং শুরু করা যায়। যেকোনো ধরনের ব্লগিং করা যায়।

যেমন দৈনন্দিন জীবনে কি কি বা আপনি যদি রান্না ভাল পারেন সেইটার ও কিংবা আপনি ট্র্যাভেল পছন্দ করলে সেইটারও একটা ভিডিও করে রেখে তা এডিট করে ব্লগিং পেজে ছেড়ে দিতে হবে।এভাবেই প্রতিদিন ভিডিও পেজে ছাড়ার মাধ্যমে পেজের ভিডিও গুলো আস্তে আস্তে ভাইরাল হবে যার ফলে ভিউ ও বাড়বে যেইটা খুব সহজেই মনিটাইজেশন পেতে সাহায্য করবে। আর অবশ্যই পেজের সব নিয়ম কানুন মেনে কাজ করলে ইনকাম করা অনেক সহজ হয়ে যাবে।

অনলাইনে বিভিন্ন এড দেখে ইনকাম

অনলাইনেও যে এড দেখে ইনকাম করা যায় তা অবিশ্বাস্য কিছু না। বর্তমানের এই ডিজিটাল যুগে এসে আমরা অনেক কিছুর সাথে পরিচিত হতে পারছি। ইউটিউব, ফেসবুক, টুইটার, গুগল অবেসাইটে যে এড গুলো দেওয়া হয় সেইগুলো দেখেই ইনকাম করা যায়। এখন প্রশ্ন আসতে পারে এড কি? এড হল একটা কোন কিছুর বিজ্ঞাপন যে বিজ্ঞাপন গুলো দেখে মানুষ সহজেই সব কিছু জানতে পারে।

যেমন ধরেন আপনার সামনে একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন  দেখানো হচ্ছে সেই বিজ্ঞাপন তা দেখে আপনি খুব সহজেই জানতে পারছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে তাছারাও আরও অন্যান্য পণ্য সামগ্রীরও বিজ্ঞাপন করা হয়ে থাকে। এড দেখে দিনে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করা যায়। আর বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। সেই অ্যাপস গুলো হোল kashkick:get paid to have fun, coinpayu, paidwork: make money,ysense,swagbucks etc.

বিভিন্ন ফাস্ট ফুডের খাবার বিক্রি করে ইনকাম

রাস্তায় বের হইলে বেশিভাগ দেখা যায় ফাস্ট ফুডের দোকানগুলো যেই খানে ফাস্ট ফুডের বিভিন্ন আইটেম পাওয়া যায়। যা মানুষের মুখরোচক খাবার হিসেবে জনপ্রিয়। শুধু যে বাহিরেই বিক্রি করা হয় তা কিন্তু নয়। বাড়িতে বসেও বিভিন্ন ফাস্ট ফুডের খাবার বিক্রি করা যায়।
ঘরে বসে মেয়েদের ইনকাম করার সহজ উপায়
আর তার জন্য প্রথমেই একটা ফেসবুক বিজনেস পেজ খুলে ও বিভিন্ন জায়গায় তা প্রচার করে ইনকাম করা জায়। আপনি যদি ফাস্ট ফুডের খাবার বানাতে না পারেন কিন্তু আপনার ইচ্ছা আছে এই বিজনেস করে ইনকাম করার তাহলে আপনি ইউটিউব দেখে বা অনলাইন বা অফলাইনের বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে শিখে নিয়ে ইনকাম শুরু করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দিয়া ক্র্যাফট হোম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url