ফিটকিরির উপকারিতা ও অপকারিতা......
ফিটকিরির ব্যবহার প্রায় প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন আয়ুর্বেদিক ওষুদ তৈরিতে বিভিন্ন রূপচর্চার কাজে এর জুড়ি নেই। ফিটকিরির যেমন ভাল দিক রয়েছে তেমনই আর খারাপ দিকও রয়েছে। আজ আমরা এই ফিটকিরির ভাল ও খারাপ দিক সম্পর্কে জানব।
ফিটকিরি ব্যবহার এর উপকারিতাঃ
দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু জিনিস এর সাথে পরিচিত হয়ে থাকি। যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ফিটকিরি ব্যবহার এর উপকারিতা গুলো নিচে দাওয়া হলোঃ
- অতিরিক্ত গরমে শরীলে ঘাম হয় যার ফলে শরীলে দুর্গন্ধ তৈরি হয় তখন এই ফিটকিরি হাল্কা কুসুম গরম পানিতে ভিজিয়ে ব্যবহার করলে দুর্গন্ধ দূর হয়।
- মুখের দুর্গন্ধ দূর করতেও এর ব্যবহার করা হয়।
- বিভিন্ন ধররনের ফাঙ্গাল রোধেও ফিটকিরির ব্যবহার করা হয়।
- ফিটকিরি এনটিসেভটিভ এর ও কাজ করে থাকে।
- পানি জিবানু মুক্ত করতেও এটি কাজ করে। তাছারাও
- শরীলের অতিরিক্ত ঘাম কমাতে এটি সাহায্য করে থাকে।
দিয়া ক্র্যাফট হোম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url