ত্বকের লাবণ্যতা ধরে রাখতে হারবাল ফেস প্যাকের ব্যবহার......

সবাই চায় ত্বককে সুন্দর মসৃণ ও দাগ্মুক্ত  রাখতে। আর এই ত্বক সুন্দর মসৃণ করার জন্য কনো কেমিক্যাল ব্যাবহার না করে যদি প্রাকিতিক ভাবে ঘরে বসে ত্বককে সুন্দর করা যায় তাহলে কনো কথাই নাই। মাত্র অল্প খরচে ত্বক হয়ে উঠবে সুন্দর মসৃণ ও কমল। চলুন হারবাল এই ফেস প্যাক সম্পর্কে আলোচনা করা যাক।

ত্বকের-লাবণ্যতা-ধরে-রাখতে-হারবাল-ফেস-প্যাকের-ব্যবহার

রূপচর্চায় প্রাচীন যুগ থেকে কাঁচা হলুদ,মেহেদি পাতা,মসুর ডাল, নিম পাতা,কমলার খোসা, তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে।আর স্কিনকে ভাল রাখতে এগুলোর ব্যবহার অপরিহার্য। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে এগুলোর ব্যবহার করতে হয়?
ত্বকের-লাবণ্যতা-ধরে-রাখতে-হারবাল-ফেস-প্যাকের-ব্যবহার


ব্যবহার বিধিঃ

একটি ছোট বাটিতে এক চামুস মসুর ডাল, নিম পাতা ২-৩ টা, কমলার খোসা,মেহেদি পাতাও ২-৩ টা, কাঁচা হলুদ (অবশ্যই কাঁচা হলুদ) বড় সাইজ এর এক টুকরা কেটে নিতে হবে তারপর তুলসি পাতা ২-৩ টা,গরুর দুধ দিয়ে এই সম্পূর্ণ উপকরন গুলো সারারাত ভিজিয়ে রাখতে হবে। এবং সকালে এই উপকরন গুলো ভাল ভাবে বেটে নিতে হবে মিহি করে তারপর দিনের যেকোনো সময়ে এটি ব্যবহার করা যাবে। এটি ৫ মিনিট মুখে রাখতে হবে।
ত্বকের-লাবণ্যতা-ধরে-রাখতে-হারবাল-ফেস-প্যাকের-ব্যবহার

সতর্কতাঃ

খুব বেশি এলারজির সমস্যা থাকলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।আর অবশ্যই মুখ ভাল ভাবে একটা ভাল ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে।

প্যাকটি ব্যবহার করার উপকারিতাঃ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দিয়া ক্র্যাফট হোম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url